পদত্যাগ করলেন অ্যামনেস্টির ইউক্রেন প্রধান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৪:৫৯

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউক্রেন শাখার প্রধান ওকসানা পোকালচুক পদত্যাগ করেছেন। ইউক্রেনের একটি সংস্থা বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে দায়ী করে প্রতিবেদন প্রকাশের পর তিনি পদত্যাগ করলেন।


ওই প্রতিবেদনে আবাসিক এলাকায় সামরিক ঘাঁটি ও অস্ত্র রাখার অভিযোগ তুলে ক্ষোভ জানানো হয়। যদিও ইউক্রেনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টায় এটি করা হয়েছে।


তবে ওই প্রতিবেদনের সঙ্গে একমত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পোকালচুক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলেন, 'ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আমি পদত্যাগ করছি। '


তিনি আরো লিখেছেন, 'আপনি যদি এমন একটি দেশে বাস না করেন, যেখানে আগ্রাসনকারীরা হামলা করছে এবং এটিকে ছিন্নভিন্ন করে দিচ্ছে; তাহলে আপনি সে দেশের সেনাবাহিনীকে নিন্দা করার অর্থ কী তা বুঝতে পারবেন না। '


গত শুক্রবার অ্যামনেস্টি জানায়, তারা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ সমর্থন করেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us