চীনের দক্ষিণপূর্ব উপকূলে তাইওয়ানের কিনমেন দ্বীপের ওপর দিয়ে 'ড্রোন' উড়ে গেছে বলে অভিযোগ করেছে স্বঘোষিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
তাইওয়ান সেনাবাহিনীর কিনমেন প্রতিরক্ষা কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন-সাং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৯টা ও ১০টায় ২ বার চীনের এক জোড়া 'ড্রোন' কিনমেন দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
তিনি আরও বলেন, 'আমরা তক্ষুনি ফ্লায়ার জ্বালিয়ে সতর্ক করি এবং ড্রোনগুলো তাড়িয়ে দিই। এরপর, সেগুলো আবার ফিরে আসে। সেগুলো আমাদের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিল।'