নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা আলাদা পার্টি। কিন্তু তাঁরা মূল জায়গায় কেউই নেই। তাঁরা শাসন ভার পেলে সবকিছু একই রকম করে দেশ চালাবে।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষ জিজ্ঞাসা করে, আওয়ামী লীগ চেঞ্জ হলে কে আসবে। শুধুমাত্র আওয়ামী লীগের বদলে বিএনপি আসলে জনগণের লাভ কী। একটা সুন্দর কেয়ারটেকার সরকার চাই, সেই সরকারের অধীনে নির্বাচন হোক।’
গণতন্ত্র মঞ্চ নিয়ে মান্না বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কারও সঙ্গে শত্রুতা নয়, কারও ক্ষমতায় যাওয়ার বাধা হতে নয়, আমরা সেই রকম একটা শক্তি দাঁড় করাতে চাই, যেখানে এই বিষয়গুলো বাস্তবায়ন করা যাবে।’
দেশের বর্তমান অবস্থার পরিবর্তন আনতে আগামী ৮ আগস্ট আত্মপ্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ। এমন ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এই ঘোষণার সঙ্গে একমত প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না।
জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনোই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এমনকি বিশ্ববিদ্যালয়ও এভাবে দখলকৃত হয়নি। এখানে বদল আনতে চাইলে মৌলিক কিছু পরিবর্তন আনতে হবে। গণতন্ত্র মঞ্চের মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে সম্মিলিতভাবে গণতন্ত্রের জন্য আওয়াজ তোলা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
চায়ের দাওয়াত খেয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সাকি বলেন, ‘সরকার বলল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এখন তারাই বলছে হারিকেন জ্বালো, কুপি জ্বালো, মোমবাতি জ্বালো। বলছে এটা নাকি গ্লোবাল লোডশেডিং।’