সারের মূল্যবৃদ্ধিতে মানুষের সংকট বাড়বে: সিপিবি

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৭:৪৫

ইউরিয়া সারের দাম প্রতি কেজি ছয় টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতিমণ্ডলীর সভায় অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজালমুক্ত সার পৌঁছানোর দাবি জানানো হয়েছে।


আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম সভায় সভাপতিত্ব করেন।


গতকাল সোমবার ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়ায় সরকার। ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এ দাম গতকাল ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।


আজ সিপিবির সভায় বলা হয়, বর্তমান বিশ্বের সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও সব সময় ফসলের লাভজনক মূল্য পান না। সারের মূল্যবৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়বে।


এর প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের ওপর। এর ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us