ব্রাজিলের ফুটবলপ্রেমীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন মারিও জাগালো। কিংবদন্তি এই ফুটবলার ও কোচ শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হন।
বয়স নব্বইয়ের কোটা ছুয়ে ফেলায় জাগালোকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। কাল হাসপাতাল থেকে দেওয়া সুসংবাদে সে দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হবে। ৯০ বছর বয়সী জাগালোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতালে ভর্তি করা হয় জাগালোকে। কাল হাসপাতালটির পক্ষ থেকে বলা হয় জাগালোর শারীরিক অবস্থার ‘উন্নতি হয়েছে। চিকিৎসক দলের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’
এর আগে গত ২৭ জুলাই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয় খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে।
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের তালিকাটা খুব ছোট। সবার আগে এই কীর্তি গড়া ব্যক্তিটি মারিও জাগালো। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও দিদিয়ের দেশম এরপর তাঁকে ধরে ফেলেন। জাগালো তবু একটি জায়গায় অনন্য—খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন একাধিকবার!