অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণহানি মূলত হত্যাকাণ্ড : রব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৮:১৭

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে রেলওয়ের লেভেলক্রসিং অরক্ষিত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।


রেলক্রসিংগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।  অরক্ষিত রেলক্রসিংয়ে অসংখ্য মৃত্যুতে উন্নয়নের ‘রোল মডেল’ প্রতিফলিত হয় না। ক্রসিংয়ে প্রাণহানি মূলত হত্যাকাণ্ড।



রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


রব বলেন, শুধুমাত্র গত সাত মাসে রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন, আহত হয়েছে ১ হাজার ১৭০ জন। 


তিনি বলেন, বিভিন্ন পরিসংখ্যানে জানা যায় রেলপথে দুই হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অবৈধ এক হাজার ৩৬১টি। সে হিসাবে প্রায় ৪৮ শতাংশ অবৈধ। এ ছাড়া বৈধ লেভেলক্রসিংগুলোর মধ্যে ৬৩২টিতে গেটম্যান নেই। দেশে ৮২ শতাংশ রেলক্রসিং অনিরাপদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us