গত ২৪ জুলাই (রোববার) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি গ্রাম থেকে বিদ্যালয়ে বৃত্তির টাকা আনতে গিয়ে নিখোঁজ হয় এক কিশোরী (১৬)। নিখোঁজের দুই দিন পর গত মঙ্গলবার ‘খুঁজলেও লাভ হবে না, শি ইজ ডেড’ লেখা একটি পোস্টসহ ওই কিশোরীর মুখ বাঁধা একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে এই ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। নিখোঁজের সাত দিন পর গতকাল শনিবার বিকেলে গাজীপুরের হোতাপাড়া থেকে ওই কিশোরীসহ তাঁর প্রেমিককে (২০) উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী পুলিশকে বলে, ‘অপহরণের পুরো ঘটনা ছিল পরিকল্পিত। আমাকে অপহরণ করা হয়নি বা হত্যার চেষ্টাও করা হয়নি। প্রেমের টানে আমি স্বেচ্ছায় প্রেমিকের বাড়ি চলে গিয়েছিলাম।’
পুলিশ, এলাকাবাসী ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলায় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই কিশোরী (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। গত ২৪ জুলাই সকাল ১০টার দিকে শিক্ষক পরিচয় দিয়ে কিশোরীর মায়ের মোবাইল ফোনে দুইবার কল আসে। ফোনে জানানো হয়, এলাকার এমপির বৃত্তির টাকা দেওয়া হবে। পরে মা তাঁর মেয়েকে ডেকে স্কুলে পাঠান। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো জবাব আসেনি। কল না ধরায় এবং মেয়ে বাড়ি ফিরে না আসায় পরিবারটি দুশ্চিন্তায় পড়ে। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুলে কোনো বৃত্তির টাকা দেওয়া হয়নি। এরপর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। পরে কিশোরীর বাবা গত সোমবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত মঙ্গলবার বিষয়টি জামালপুর র্যাব-১৪-কেও জানানো হয়।