১৫ জুলাই ছিল বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিক্ষা কমিশন ও ওয়ার্ল্ড ডাটা ল্যাবের সমন্বয়ে দক্ষিণ এশিয়ায় ১৫ থেকে ২৪ বছরের শিশু-তরুণদের শিক্ষার বিভিন্ন দক্ষতার ওপর একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। কালের কণ্ঠে এই জরিপের প্রতিবেদন ১৬ জুলাই প্রকাশিত হয়েছে। এতে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের দক্ষতার ওপর জরিপের ফল ব্যাখ্যা করা হয়েছে।
এই জরিপে দেখা গেছে, বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ৪২ শতাংশ শিক্ষার্থীর দক্ষতা রয়েছে, ৫৮ শতাংশের তা নেই। দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশ থেকে আমরা তুলনামূলকভাবে ভালো করছি বলে জরিপে উঠে এসেছে। তবে ডিজিটাল দক্ষতার ঘাটতি আশপাশের অনেক দেশের চেয়ে আমাদের বেশি—এমনটিও জরিপে উঠে এসেছে। অথচ বাংলাদেশে ১১ কোটির বেশি স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে, যার বেশির ভাগই তরুণদের হাতে!