অর্ধেকের বেশি হাজি দেশে ফিরেছেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৯:৩৮

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত গত ১৩ দিনে দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি। এই সংখ্যা সৌদি আরব যাওয়া হজযাত্রীদের অর্ধেকের বেশি। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। আইটি হেল্পডেস্ক আরো জানায়, হজ শেষে গত ১৪ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।


আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। সৌদিতে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এ পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে।  সৌদি আরবে গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদিতে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us