ওয়ানডে ক্রিকেট নিয়ে ডি ককের মুখে অন্য সুর

এনটিভি প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৮:৩০

বেশ কিছুদিন ধরে ওয়ানডে ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। ওয়াসিম আকরাম, উসমান খাজা, রবি শাস্ত্রীরা তো এই ফরম্যাটটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি ককের মুখে অন্য সুর। তিনি ওয়ানডে ক্রিকেটের পক্ষেই কথা বলেছেন। প্রোটিয়া তারকার মতে, ৫০ ওভারের ক্রিকেট মরে যাচ্ছে না বরং এর ভবিষ্যৎ উজ্জ্বল।


কদিন আগেই ওয়ানডে ক্রিকেটকে ‘বিরক্তিকর’ বলে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার থেকে ওয়ানডে বাদ কথা জানিয়েছিলেন সাবেক এই পাকিস্তানি তারকা। ওয়াসিমের সঙ্গে সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজাও। অসি তারকার মতে, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে।


এবার প্রসঙ্গটি নিয়ে কথা বলেছেন কুইন্টন ডি ককও। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া তৃতীয় ওয়ানডে শেষে তিনি বলেন, ‘আমার মতে, আমাদের আরও অনেক ম্যাচ খেলতে হবে, কিন্তু উপায় দেখছি না। ক্রিকেটাররা যেভাবে খেলছে, ব্যাটিং ও বোলিংয়ে যে প্রতিযোগিতা হচ্ছে, ওয়ানডে তো ভালোই করছে। এই সংস্করণের ভবিষ্যৎ আছে এবং আমাদের অনেকেই এখনও ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চায়।’


এ ছাড়া ক্রিকেটের ঠাসা সূচি নিয়ে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে বললেন ডি কক, ‘ক্রিকেটারদের জন্য বিষয়টি(ঠাসা সূচি) কঠিন হতে শুরু করেছে। তিন সংস্করণে খেলা অনেক আর বছর জুড়ে মনে হয় এখন আরও বেশি ম্যাচ হচ্ছে। ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি মনে করে এটা (তিন সংস্করণে খেলা) করতে পারবে, আমি তাদের জন্য খুশি। তবে ছেলেদের সিদ্ধান্ত নিজে নিতে হবে।’


এর আগে উসমান খাজা বলেছেন, ‘এটা একদম আমার ব্যক্তিগত অভিমত। আমার মনে হয়, অনেকেই আমার মতো এটা ভাবছেন। টেস্ট ক্রিকেট আছে, যেটি সবকিছুর চূড়া। টি–টোয়েন্টি ক্রিকেট আছে, সারা দুনিয়াতে টি–টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ বাণিজ্যিক দিক দিয়ে সফল। এটা বিশ্বব্যাপী জনপ্রিয়, খেলাপ্রেমীদের বিনোদনের উৎস। এরপর ওয়ানডে ক্রিকেট। সব কটি সংস্করণের মধ্যে এটি তৃতীয় স্থানে আছে। ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বকাপ আছে, যেটা ভীষণ মজার এবং দেখতেও ভালো লাগে। এর বাইরে আমি নিজেও ওয়ানডে নিয়ে অতটা আগ্রহী নই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us