বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। আজ শনিবার পাকিস্তান হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। তবে রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর আজ বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেন।