একাদশ সংসদ নির্বাচনে ‘ভরাডুবির’ পর সারা দেশে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করে বিএনপি।
৮২টি সাংগঠনিক জেলার মধ্যে এখন পর্যন্ত ৬০টিতে আহ্বায়ক কমিটি করেছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় এসব কমিটি নিয়ে বেকায়দায় পড়েছে দলটি।
তিন মাস মেয়াদ দেওয়া হলেও বছরের পর বছর পার করছে জেলা শাখাগুলো। এর মধ্যে অনেক জেলা করোনাসহ নানা অজুহাতে মেয়াদও বাড়িয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা কমিটি থানা থেকে ইউনিয়ন পর্যন্ত সব পর্যায়ে নতুন নেতৃত্ব গঠন করবে।
কিন্তু এসব কমিটি গঠনের ৩০ ভাগও কাজ শেষ হয়নি। বেশ কয়েকটি জেলা ও ইউনিট কমিটি গঠনে ত্যাগী ও যোগ্যদের বাদ দেওয়া হয়েছে। এর ফলে গণপদত্যাগ, অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আবার অনেক ত্যাগী নেতা স্বেচ্ছায় নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। এতে তৃণমূলে আরও কোন্দল ও বিভক্তি বাড়ছে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নরসিংদী ও কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটিতে বিতর্কিত, মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত, সরকারের সঙ্গে আঁতাতকারীদের পদায়ন করা হয়েছে বলে গণপদত্যাগের ঘটনা ঘটেছে।