কিছুদিন পরপরই গ্রামটিতে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ অবস্থায় গত দুই মাসে ৯ বার অগ্নিকাণ্ডের ঘটনায় ওই গ্রামটির ৩টি ঘর ও ৬টি খড়ের গাদাসহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্টরা। তবে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত খুঁজে বের করতে পারছেন না গ্রামবাসী। এ নিয়ে সালিস বৈঠকও হয়েছে। তবুও থামছে না অগ্নিকাণ্ডের ঘটনা। ফলে আগুন আতঙ্কের মধ্যে রাত কাটছে ওই গ্রামটির লোকজনের।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে ঘটছে এমন অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো।
সম্প্রতি গত রোববার (১৭ জুলাই) রাত ৩টার দিকে আলমপুর গ্রামের শাহ আলম খন্দকারের বাড়ির কৃষিপণ্য মজুদ রাখা একটি ঘরে অলৌকিকভাবে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটিসহ ঘরে থাকা ৬ মণ পাট এবং ৩০০ আঁটি পাটশলাসহ খড় (গরুর খাদ্য) পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাদিফা আক্তার নামে এক কিশোরী আহত হন।
বুধবার (২০ জুলাই) সরেজমিনে গেলে কথা হয় আলমপুর গ্রামের বাসিন্দা শাহ আলম খন্দকার, রফিকুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম খন্দকার, ইলিয়াস খন্দকার, মোগল খাঁ, কামরুল ইসলাম খন্দকার, হাজু ফকির, জুবায়ের খন্দকার, জোসনা আক্তার ও মনসুরা আক্তারের সঙ্গে।