তিন বছরে নাগরিকত্ব ছেড়েছেন প্রায় ৪ লাখ ভারতীয়

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ২১:২৩

গত তিনবছরে ৩ লাখ ৯২ হাজারেরও বেশি ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়েছেন। এরমধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। 


মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান।


এরমধ্যে বেশিরভাগই ব্যক্তিগত কারণ দেখিয়ে নাগরিকত্ব ছেড়েছেন। বিশ্বের ১২০টি দেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা।



একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ জন ভারতীয় নাগরকিত্ব ত্যাগ করেছেন।


এরমধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন, ৬৪ হাজার ৭১ জন কানাডার নাগরিকত্ব নিয়েছেন।


এছাড়া, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন ৫৮ হাজার ৩৯১ জন, যুক্তরাজ্যের ৩৫ হাজার ৪৩৫ জন, ইতালির নাগরিকত্ব নিয়েছেন ১২ হাজার ১৩১ জন, নিউজিল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন ৮ হাজার ৮৮২ জন, সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন ৭ হাজার ৪৬ জন, জার্মানির নাগরিকত্ব নিয়েছেন ৬ হাজার ৬৯০ জন, ৩ হাজার ৭৫৪ জন নিয়েছেন সুইডেনের নাগরিকত্ব। 


অন্যদিকে, ৪৮ ব্যক্তি ভারতের নাগরিকত্ব বাতিল করে নিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us