ঘরে থেকে কাজ ও ক্লাস নির্ভরতায় করোনা মহামারীর সময়ে পিসি বিক্রি বেড়েছিল। এতে তাইওয়ানের মাদারবোর্ড রফতানি লক্ষণীয়ভাবে বাড়ে। ২০২১ সালে পাঁচ কোটি ইউনিটের বেশি মাদারবোর্ড রফতানি করে শিল্পনির্ভর দেশটি। তাইওয়ানভিত্তিক ডিজিটাইম রিসার্চের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দেশটির মাদারবোর্ড রফতানি মহামারীপূর্ব ২০১৯ সালের মাত্রায় নেমে এসেছে।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে তাইওয়ানের মাদারবোর্ড রফতানি ৪ কোটি থেকে ৪ কোটি ২০ লাখ ইউনিটে দাঁড়াবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে মাদারবোর্ডের চাহিদা চাঙ্গা হওয়ার ব্যাপারে আশাবাদী নয় ডিজিটাইমস রিসার্চ। তাইওয়ানের মাদারবোর্ড রফতানির ৩০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব থাকবে আসুসটেকের। তার পরই রয়েছে মাইক্রো-স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই) ও গিগাবাইট টেকনোলজি।