কয়েক মাসের বিক্ষোভ–সহিংসতার পর শ্রীলঙ্কা এখন এমন এক অবস্থায়, যাকে কেউ কেউ ঝড়ের আগের ‘শান্ত অবস্থা’ বলে বর্ণনা করছেন। আগামীকাল বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর এই ঝড় উঠতে পারে।
বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠানোর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। রনিল প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন একই রকম একটি পরিস্থিতিতে। গত মে মাসে জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে। তখন ক্ষমতা ধরে রাখার অভিপ্রায়ে পার্লামেন্টে মাত্র একটি আসন থাকা ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিলকে প্রধানমন্ত্রী পদে বসান গোতাবায়া রাজাপক্ষে।