দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১৬:৩৩

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বেশি থাকায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭১ পয়েন্ট।


সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও এদিন লেনদেন কিছুটা বেড়েছে। এর ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।



বাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থা সংকটের কারণে আবারও পুঁজিবাজারে দরপতন শুরু হয়েছে। আর দরপতনের ধারা অব্যাহত থাকায় শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।


ডিএসইর তথ্য মতে, রোববার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে তা স্থায়ী ছিল মাত্র ১৫ মিনিট। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। এদিন ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২৫৯টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ৯৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us