বর্ষাকালে পোশাকের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করার উপায়

dhakamail.com প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ২২:৩১

চলছে শ্রাবণ মাস। সাময়িকভাবে রৌদ্রতাপ প্রখর হলেও যেকোনো সময় নামতে পারে মুষলধারে বৃষ্টি। বর্ষাকালের বৈশিষ্ট্য এটি। এসময় চারদিকে ভেজা, স্যাঁতস্যাঁতেভাব হয়ে থাকে। সেসঙ্গে থাকে পোশাকে দুর্গন্ধ আর ফাঙ্গাস হওয়ার ভয়। 


বর্ষায় সময় পোশাকের দুর্গন্ধ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বেশিরভাগ মানুষ। বাতাসের আর্দ্রতার কারণে এসময় পোশাকে সাদা সাদা দাগ পড়ে। যাকে ছাতা পড়া বলা হয়। এসব দাগ দেখতে যেমন খারাও লাগে, তেমনি এর থেকে বাজে গন্ধও বের হয়। তাছাড়া বৃষ্টির পানিতে গায়ের পোশাক ভিজলেও দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। 


বর্ষাকালে ভেজা কাপড় থেকে গন্ধ দূর করার বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। এমন কিছু পদ্ধতিই আজ জেনে নিন। 


ভেজা কাপড় সঙ্গে সঙ্গে ধুয়ে নিন 


বৃষ্টিভেজা জামাকাপড় সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলা উচিত। পোশাক থেকে গন্ধ দূর করতে লেবু বেশ কার্যকরী। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাসকে নির্মূল করে। বাজারে লেবুর গন্ধযুক্ত কাপড় কাচার সাবান পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন। 


বেশিক্ষণ ডুবিয়ে রাখুন 


এসময় পোশাক অন্য সময়ের তুলনায় একটু বেশি সময় ডিটারজেন্ট বা সাবান পানিতে ডুবিয়ে রাখা উচিত। এতে ময়লা নরম হয়ে সহজেই উঠে আসবে। তবে অনেক দামি ফেব্রিক রয়েছে যা বেশি সময় সাবান পানিতে ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us