পেট্রলের অভাবে অনুশীলনে যেতে পারছেন না লঙ্কান পেসার

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৩:১৯

শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে গণবিক্ষোভ করছেন শ্রীলঙ্কার জনগণ। দাম দিয়েও মিলছে না নিত্য প্রয়োজনীয় সামগ্রী। দিনের পর দিন পেট্রল পাম্পের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেও গাড়িতে মিলছে না পেট্রল।



দেশের এমন করুণ পরিস্থিতিতে হতাশ চামিকা করুণারত্নে। আক্ষেপের সুরে এই ক্রিকেটার বলছেন, জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছেন না তিনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তরুণ সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় বলেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রল পেয়েছি, প্রচুর জ্বালানি সংকটের কারণে আমি ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’ 



স্বাধীনতার পর থেকে জ্বালানি তেলের তীব্র সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার। সামনে কেমন দিন আসবে তাও জানেন না চামিকা। এই বছর তাঁদের দেশে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপ। দেশের এমন পরিস্থিতিতে কীভাবে তা সম্ভব, বুঝতে পারছেন না চামিকা। বলছেন, ‘সামনেই এশিয়া কাপ। আবার লঙ্কা প্রিমিয়ার লিগের ঘোষণাও হয়ে গিয়েছে। জানি না কী হবে। কারণ এ সময় কলম্বোসহ নানা জায়গায় গিয়ে অনুশীলন করতে হবে। তবে এভাবে পেট্রলের অভাব হলে আর কীভাবে যাব। গত দু’দিন ধরে পেট্রল পাম্পের লাইনে দাঁড়াতে হয়েছে। তাই অনুশীলনেও যেতে পারিনি। অবশেষে আজ পেট্রল পেলাম। তাও আবার ১০ হাজার টাকার। খুব বেশি হলে দু-তিন চলবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us