সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অথবা চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা কি চলতেই থাকবে?
বুধবার মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ওইদিন বেলা সাড়ে ৩টায় মিরপুর ১৪ নম্বর স্টাফ কলেজের সামনে ঘটেছে এ দুর্ঘটনা। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন, তাদের মধ্যে একজন নিহত হয়েছেন, বাকি দুজনের একজন হয়েছেন আহত। ঘটনার পর সিটি করপোরেশনের গাড়িটি ও এর চালককে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
স্মরণ করা যেতে পারে, গত বছর দুই সিটি করপোরেশনের দুই ময়লার গাড়ির চাপায় ঘটেছিল দুটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রথমটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারিয়েছিলেন নটর ডেম কলেজের এক ছাত্র।
দ্বিতীয়টিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিয়েছিল এক ব্যবসায়ীর প্রাণ। প্রথম দুর্ঘটনায় ময়লার গাড়িটি চালাচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী আর দ্বিতীয়টিতে একজন বহিরাগত। তখন প্রশ্ন উঠেছিল, গাড়ি দুটি যাদের চালানোর কথা, তারা কেন চালাচ্ছিলেন না?
আরও কথা উঠেছিল, সিটি করপোরেশনের ময়লার গাড়ি চলাচল করার কথা রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত, অথচ আলোচ্য গাড়ি দুটি চলছিল দিনের বেলায়। উল্লেখ্য, গত বুধবারের দুর্ঘটনাটিও ঘটেছে দিনের বেলায়। আমরা দুই সিটি করপোরেশনের কর্তৃপক্ষের কাছে এই অনিয়মের স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।