গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডের দিন হানা দিয়েছিল বৃষ্টি। বাংলাদেশের পুরো সফরেই বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকালও বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। দীর্ঘক্ষণ ঢেকে রাখা উইকেটে টস জিতে আগে বোলিংয়ের সুযোগ পায় বাংলাদেশ।
বল হাতে ঝলসে ওঠেন শরীফুল ইসলাম আর মেহেদী মিরাজরা। ক্যারিবিয়ানরা ১৪৯ রানেই প্যাকেট হয়। এই রান তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি ব্যাটসম্যানদের।
ভেজা মাঠে শরিফুল ৪টি আর মিরাজ নিয়েছেন ৩ উইকেট। উইকেট না পেলেও দুর্দান্ত বল করেছেন নাসুম আহমেদ। ৮ ওভারে দিয়েছেন ১৬ রান। তার প্রথম দুই স্পেলের বোলিং ফিগার ছিল ৬-৩-৪-০! ৬ উইকেটে জয়ের পেছনে টস জয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'উইকেট কঠিন ছিল। সত্যি বলতে, দুই দলের জন্যই কঠিন ছিল। সৌভাগ্যবশত আমরা টস জিতেছি, আজকের ম্যাচের সেরা ব্যাপার ছিল এটিই। '