পদ্মা সেতুই এবারের ঈদে সেরা আনন্দ

বাংলা ট্রিবিউন রেজানুর রহমান প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১৬:২৩

ছোট্ট প্রশ্ন।


এই ঈদে বড় আনন্দ কী?


সহজ উত্তর– গর্বের পদ্মা সেতু। দেশের ২১টি জেলার জীবনযাত্রা বদলে দিয়েছে পদ্মা সেতু। ঢাকা টু বরিশাল মাত্র সাড়ে ৩ ঘণ্টার পথ এখন। ঢাকা টু খুলনা ৩ ঘণ্টার পথ। এইতো কিছু দিন আগেও ঢাকা থেকে বরিশাল যাত্রায় সাত ঘণ্টারও বেশি সময় লাগতো। এখন সময় লাগে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। অর্থাৎ দিনে দুইবার ঢাকা টু বরিশাল আবার বরিশাল টু ঢাকা যাওয়া আসা করা যাচ্ছে। শুধু কী বরিশাল, খুলনা? শরীয়তপুর, পটুয়াখালী, ভোলা, পিরোজপুরসহ দক্ষিণবঙ্গের সব জেলার মানুষের যাতায়াত ব্যবস্থায় ছুঁ মন্তর ছুঁ অবস্থা ঘটে গেছে। জাদুকর যেমন ছুঁ মন্তর ছুঁ বলা মাত্রই কঠিন জিনিস সহজ হয়ে যায়, তেমনই পদ্মা সেতুর বেলায়ও হয়েছে। ৬ ঘণ্টার সময় ৬ মিনিটেই হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us