স্বনির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির বদলে আমদানিনির্ভর জ্বালানি নীতিতে সংকট তীব্র হয়েছে বলে মনে করে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংগঠনটি বলেছে, দেশে গ্যাসসম্পদ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস থাকলেও কমিশনভোগী এবং কতিপয় গোষ্ঠীকে লাভবান করতে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় কমিটির এক সভায় সারা দেশে লোডশেডিংসহ বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই সভায় জাতীয় কমিটির নেতারা বলেন, জনগণের করের হাজার হাজার কোটি টাকা প্রতিবছর ভর্তুকির নামে অপচয় করলেও সংকট এড়ানো যাচ্ছে না।
এই পরিস্থিতিতে আবারও বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা রুখে দিতে হবে।
সভায় বলা হয়, গ্যাস অনুসন্ধান, উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, শিল্প–কৃষিসহ ঘরে ঘরে সুলভে পরিবেশবান্ধব বিদ্যুৎ দিতে জাতীয় কমিটি ও বিশেষজ্ঞরা বারবার বলে আসছিলেন। কিন্তু এসব মতামত উপেক্ষা করা হয়েছে। আমদানিনির্ভরতার কারণে এখন যে সংকট তৈরি হয়েছে, তার দায় সাধারণ মানুষ নেবে না। এ দায় সরকারকে নিতে হবে।