ভারতের জম্মু ও কাশ্মির প্রদেশে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান অমরনাথে মেঘ ভাঙা প্রবল বর্ষণে নিহত হয়েছেন ১০ জন, এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা থেকে শুরু হওয়া এই বর্ষণ এখনও চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় অমরনাথ গুহা ও নিকটবর্তী কালীমাতা মন্দিরের মাঝামাঝি এলাকায় প্রবল বর্ষণ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তা প্রবল বানের রূপ নেয়। বৃষ্টি ও বানের পানিতে গুহার পাদদেশে খাটানো তীর্থযাত্রীদের বেশ কয়েকটি তাঁবু ভেসে যায়। ধ্বংস হয়ে যায় তীর্থযাত্রীদের খাবারের জন্য অস্থায়ীভাবে স্থাপন করা একাধিক সামষ্টিক রান্নাঘরও (কমিউনিটি কিচেন)।