বোলিংয়ের ধার অনেকাংশেই কমে গেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এ বছর ৬ ওয়ানডেতে ৪টি ও ৪ টি-টোয়েন্টিতে মাত্র ১ উইকেট নিয়েছেন। লংগার ভার্সন থেকে দূরে থাকা মুস্তাফিজ এ বছর খেলেছেন মাত্র ১টি টেস্ট। উইকেট ১টি।
পরিসংখ্যানই বলছে বল হাতে সেই বিধ্বংসী রুপে তিনি আর নেই। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।
হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন মুস্তাফিজ! এমন প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বাংলাদেশ দলের সাথে থাকা মুস্তাফিজকে করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে ফিজ বলেন, 'আপনারা আমাকে আগের মতো নাও পেতে পারেন। তবে আমি তো মনে করি ২০১৬ সালে অপারেশনের পর এক-দেড় বছর পারফরমেন্স ভালো ছিল না। তবে শেখার তো শেষ নেই, উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য, যাতে বিশ্বের ভালো বোলারদের মধ্যে টিকে থাকা যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি এখনও। '