লিস্টারশায়ারের বিপক্ষে চার দিনের ওয়ার্ম আপ ম্যাচে কোভিড পজিটিভ হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পঞ্চম টেস্ট থেকেও ছিটকে যান তিনি। দ্বিতীয় পরীক্ষাতেও করোনামুক্ত হননি। পরে মিললো সুখবর। কোভিড নেগেটিভ হয়েছেন তিনি। ৭ জুলাই সাউদাম্পটনের প্রথম টি-২০ ম্যাচ দিয়েই তিনি আবার মাঠে ফিরছেন। বিসিসিআইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘হ্যাঁ, রোহিত নেগেটিভ হয়েছেন।
মেডিক্যাল প্রটোকল অনুযায়ী এখন তিনি কোয়ারেন্টাইনের বাইরে। তবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলছেন না তিনি। প্রথম টি-২০’র আগে তার সেরে ওঠার জন্য কিছুটা সময় দরকার।’ মেডিক্যাল প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইন থেকে বের হওয়া যে কোনো খেলোয়াড়কে কোভিড পরবর্তী ফুসফুসের ধারণক্ষমতা যাচাইয়ে বাধ্যতামূলক কার্ডিওভাসকুলার পরীক্ষা করাতে হয়। রোহিত সাদা বলের সিরিজের প্রথম ম্যাচ খেললেও বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা খেলবেন দ্বিতীয় টি-২০ থেকে।