সমুদ্র হারাবে ইউক্রেন!

সমকাল প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১৬:৫৬

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে চার মাসে বেশ কয়েকবার রণকৌশল পরিবর্তন করেছে রাশিয়া। কখনও পুরো দেশে একসঙ্গে বোমাবর্ষণ, কখনও স্থল অভিযান, আবার কখনও আক্রমণ করছে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ঘিরে। এভাবে ইউরোপের পূর্বাঞ্চলীয় এই রাষ্ট্রে একের পর এক টার্গেট পূরণ করছেন রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন। দখলে নিয়েছেন সীমান্তবর্তী বন্দরনগরী মারিউপোল থেকে উত্তর দিকে লুহানস্ক পর্যন্ত। হামলা অব্যাহত রাখা হয়েছে আরও উত্তরের নগরী খারকিভে। তবে নতুন করে হামলার গতি-প্রকৃতি মূল্যায়ন করলে একটি বিষয় স্পষ্ট হয় যে, অদূরভবিষ্যতে সমুদ্র হারাবে ইউক্রেন। ইতোমধ্যে আজভ সাগর ও কৃষ্ণ সাগর তীরবর্তী অধিকাংশ এলাকা বেদখল হয়েছে। এবার হামলা হচ্ছে অবশিষ্ট উপকূলীয় এলাকায়।



ইউক্রেনের উপকূলীয় অঞ্চল খেরসনের নিপের নদী পর্যন্ত বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে পুতিনের বাহিনী। এ অংশের মারিউপোল, বারদিয়ানস্কসহ কয়েকটি বন্দর থেকে শুরু হয়েছে রপ্তানি, যার পরিচালনায় আছেন রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদী সেনারা। গত বৃহস্পতিবারও বারদিয়ানস্ক থেকে প্রায় সাত হাজার টন শস্য নিয়ে একটি জাহাজ কৃষ্ণ সাগর অভিমুখে ছেড়ে গেছে। রুশ সেনারা এখন খেরসন থেকে মাইকোলাইভ, ওডেশা, স্নেক আইল্যান্ডসহ সমুদ্রসীমার বাকি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এর অংশ হিসেবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করা হয়েছে। হামলার ১২৯তম দিনে শনিবার মাইকোলাইভ ও দোনবাসে অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে খেরসনের পার্শ্ববর্তী অঞ্চল জাপোরিজজিয়াতেও। সেখানে তিনটি গুদামে বোমাবর্ষণের দাবি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us