You have reached your daily news limit

Please log in to continue


বাজারে অর্থপ্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য কিছুটা 'সতর্কতামূলক' মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আলোকে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজারে অর্থপ্রবাহ কমে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন।

২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ২০২২ সালের ডিসেম্বরে ১৩ দশমিক ৬ শতাংশ ও ২০২৩ সালের জুনে ১৪ দশমিক ১ শতাংশ ধরা হয়েছে।

চলতি জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রকৃত প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।বিদায়ী ২০২১-২২ সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন