সাভার উপজেলার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে নিয়ে আতঙ্কে আছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এলাকায় ছাত্রীদের উত্ত্যক্তকরণ, মারামারিসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এলাকায় কিশোরদের কাছে সে ‘দাদা’ হিসেবে পরিচিত।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওই ছাত্রের পরিবার এলাকায় বেশ প্রভাবশালী। তার স্বজনেরা ওই কলেজের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন। আগেও একাধিকবার তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলেও স্কুল কর্তৃপক্ষ তাকে শাসিয়ে দায়িত্ব শেষ করেছে।
গতকাল বুধবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওই ছাত্র তো আর একা নয়। তার একটি কিশোর গ্যাং রয়েছে। ওই ছাত্রসহ তার গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে যেকোনো সময় শিক্ষক উৎপলের মতো আমাদেরও এমন পরিণতি হতে পারে।’