শিক্ষক উৎপল হত্যা, জিতুর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১৬:৩৫

আলোচিত শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে দুপুর আড়াইটার দিকে জিতুকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব।


বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে মাইক্রোবাসে করে জিতুকে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।


পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে র‌্যাব জিতুকে থানায় হস্তান্তর করে। হস্তান্তরের কিছুক্ষণ পরেই ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে এ ব্যাপারে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। জিতুকে বিকেলে আদালতে তোলা হবে।


মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।


প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে আঘাত করেন শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us