কিছু ব্যয় বাকি আছে পদ্মা সেতু প্রকল্পের

সমকাল প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৯:৪৭

পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত হলেও এ প্রকল্পে কিছু ব্যয় বাকি রয়েছে। এজন্য আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের সব কাজ শেষ হওয়ার কথা।


জানতে চাইলে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুর রহমান শনিবার সমকালকে বলেন, বড় প্রকল্প হিসেবে পদ্মা সেতুর ছোট-বড় অনেক কাজ ছিল। এসবের কোনো কোনো কাজের ঠিকাদারদের বিল এখনও পরিশোধ করা হয়নি। এসব বিল পরিশোধ করতে হবে। এ ছাড়া নদীশাসনের কিছু কাজ এখনও বাকি আছে। এ কারণে প্রয়োজনের বিবেচনায় আগামী অর্থবছরের এডিপিতে ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সেই পরিমাণ অর্থই বরাদ্দ করেছে।


চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মা সেতুর বরাদ্দ ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকা। গত অর্থবছরে ছিল ৫ হাজার কোটি টাকা। সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রকল্পের তালিকায় এক নম্বরে রয়েছে পদ্মা সেতু। প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে মূল সেতুর অবকাঠামো ব্যয় ১২ হাজার কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us