কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণের ফলে চীনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসের খবর পাওয়া গেছে। প্রাকৃতিক এ দুর্যোগের কারণে এরই মধ্যে লাখ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
কয়েকটি এলাকায় রেড এ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও এনডিটিভি। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণাঞ্চলীয় পার্ল নদীর অববাহিকায় বর্ষণ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় জলপথগুলোতেও পানি বেড়েছে। এর ফলে দেশটির দক্ষিণাঞ্চলে উৎপাদন, পণ্য পরিবহন এবং রসদ সরবরাহ হুমকির মুখে পড়েছে।