You have reached your daily news limit

Please log in to continue


বান্দরবানের পাহাড়ে ৩০ হাজার বসতি, ধসের শঙ্কা

বান্দরবানের সাত উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে ৩০ হাজারের বেশি পরিবার অপরিকল্পিতভাবে বসতি গড়ে বসবাস করছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে জেলা ও বিভিন্ন উপজেলায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৮ জুন) সকাল থেকে পাহাড়ে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বিকা‌লে পৌর এলাকার বি‌ভিন্ন ওয়া‌র্ডে পৌরসভার উ‌দ্যো‌গে মাইকিং করা হয়েছে।


পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে ৩০ হাজারের বেশি পরিবার অপরিকল্পিতভাবে বসতি গড়ে বসবাস করছে


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া, লা‌ঙ্গিপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া, কসাইপাড়া, রুমা উপজেলার হোস্টেলপাড়া, রনিনপাড়া, লামা উপজেলার হরিনমারা, তেলুমিয়া পাড়া, ইসলামপুর, গজালিয়া, মুসলিম পাড়া, চেয়ারম্যানপাড়া, হরিণঝিরি, টিঅ্যান্ডটি এলাকা, সরই, রূপসীপাড়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তরপাড়া, বাইশফাঁড়ি, আমতলী, রেজু, তুমব্রু, হেডম্যানপাড়া, মনজয় পাড়া, দৌছড়ি, বাইশারীসহ সাত উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে ৩০ হাজারের বেশি পরিবার অপরিকল্পিতভাবে বসতি গড়ে বসবাস করছে। এসব স্থানে পাহাড়ধসের আশঙ্কায় বসবাসরতদের নিরাপদে স‌রে যে‌তে মাইকিং কর‌ছে জেলা ও উপজেলা প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন