হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ ছিটকে রানওয়ের বাইরে চলে যায়। শুক্রবার (১৭ জুন) দুপুরে বরিশাল থেকে ঢাকায় ফিরে অবতরণের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ৭৪ জন যাত্রী নিয়ে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ উড়োজাহাজটি। কিন্তু এ সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ফলে ছিটকে রানওয়ের বাইরে চলে যায়। পরে পুশকার্ট ব্যবহার করে উড়োজাহাজটিকে টার্মিনালে নিয়ে আসা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘উড়োজাহাজটি নিরাপদে টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা নিরাপদ আছেন।’