ছুটির দিনে ‘জলজট’, নাকাল নগরবাসী

যুগান্তর প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২১:২৫

আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত  হালকা, মাঝারি ও ভারি বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। সাধারণত কর্মদিবসগুলোতে যানজটের কবলে পড়লেও ছুটির দিনে বৃষ্টির কারণে ‘জলজটে’ পড়তে হয়েছে রাজধানীবাসীকে।  


আকাশ মেঘে আচ্ছন্ন থাকায় ভর দুপুরে ও বিকেলেও ঢাকাবাসীকে রাতের স্বাদ নিতে হয়েছে। এ সময় সব গাড়িকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। 
সরেজমিনে দেখা গেছে, বিকাল ৪টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোয় পানি জমে যায়। মুষলধারার বৃষ্টির পানি জলজটের সৃষ্টি করে। কোনো কোনো সড়কে হাটু সমান পানিও জমে থাকতে দেখা যায়। 


ঢাকার অভিজাত গুলশান, বনানী, বারিধারা, কুড়িল এলাকার অনেক সড়কেও জলজটের সৃষ্টি হয়। তবে ঢাকার দুই সিটির সম্প্রসারিত এলাকাগুলোয় জলজটের মাত্রা বেশি ছিল। বিশেষ করে দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, ডেমরা এলাকার বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এসব এলাকার সড়কের কোথাও কোথাও হাটু সমান পানিও জমে থাকতে দেখা গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us