দেখে নিন ২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যুর নাম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৬:২৫

কাতার বিশ্বকাপের বাকি এখনো ৫ মাসের অধিক সময়। কিন্তু এখনি ২০২৬ বিশ্বকাপের ভেন্যুর নাম ঘোষণা করলো ফিফা। তিনটি দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে হবে 'দ্যা গ্রেটেস্ট অন আর্থ'।


চলুন দেখে নেওয়া যাক ১৬ ভেন্যুর নাম:


★ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা (যুক্তরাষ্ট্র)


★ জিলেট স্টেডিয়াম, বোস্টন (যুক্তরাষ্ট্র)


★ এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস (যুক্তরাষ্ট্র)


★ এনআরজি স্টেডিয়াম, হিউস্টন (যুক্তরাষ্ট্র)


★ অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি (যুক্তরাষ্ট্র)


★ সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস (যুক্তরাষ্ট্র)


★ মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি (যুক্তরাষ্ট্র)


★ হার্ড রক স্টেডিয়াম, মায়ামি (যুক্তরাষ্ট্র)


★ লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, (যুক্তরাষ্ট্র)


★ লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে (যুক্তরাষ্ট্র) 


★ লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল (যুক্তরাষ্ট্র)


★ এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা (মেক্সিকো)


★ এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি (মেক্সিকো) 


★ এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই (মেক্সিকো) 


★ বিএমও ফিল্ড, টরন্টো (কানাডা)


★ বিসি প্লেস, ভ্যানকুভার (কানাডা)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us