সরকারি গেজেট অনুসারে ‘পদ্মা সেতু’, আমি বলি ‘শেখ হাসিনা পদ্মা সেতু’-কারণ শেখ হাসিনার দৃঢ় মনোবল আর দুরন্ত সাহসিকতা না থাকলে এ সেতু হতো বলে আমার মনে হয় না।
আমরা দীর্ঘকাল অনেক কিছু মনে রাখি না। বাঙালি সহজে ভুলে যায় এবং চরম অপরাধীকেও আবার সহজে গ্রহণ করে ফেলে। রাজনীতি যখন ‘বাজনীতি’ হয়ে পড়ে, তখন আর ভালো-মন্দের বাছ-বিচার থাকে না বললেই চলে।
তখন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাষায় ‘কাউয়াই’ হোক কিংবা ‘হাইব্রিডই’ হোক, সব একাকার হয়ে যায়। কে আর কার অতীত খোঁজা নিয়ে কত সময় দিতে পারে?
নগদ-নারায়ণের প্রশ্ন এলে তো অন্যসব না-জায়েজ কথাও গুণ হিসাবে গণ্য হয়, তাই না? এই যে লক্ষ্মীপুরে পাপুল এমপি হয়ে যায়, তার স্ত্রীও হয়ে যায়-এটি কীভাবে সম্ভব হলো?