নতুন ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে, সবাই ঢাকার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৭:৪৪

গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকার বাইরে নতুন কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি। এ নিয়ে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে তিনজনসহ দেশে মোট ৬৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।


আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬২৯ জন। এর মধ্যে ৫৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি। গত মে মাসে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৬৩ জন। গত বছর সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২৮ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মারা যান ১০৫ জন।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us