মুস্তাফিজুর রহমানের টেস্ট ফরম্যাটে খেলা নিয়ে নাটকীয়তা কম হলো না। এসব নাটকের অবসান হয়েছে আপাতত। টেস্ট খেলতে না চাওয়া কাটার স্পেশালিস্টকে আসন্ন উইন্ডিজ সিরিজের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের চোটের কারণে না থাকায় একাদশেও দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। তবে মুস্তাফিজকে তিন ফরম্যাটে খেলাতে গেলে টিম ম্যানেজমেন্টকে ‘ক্যালকুলেটিভ’ হতে হবে বলে জানালেন, মাহবুব আলী জাকি।
দেশের স্বনামধন্য পেস বোলিং কোচ জাকি বলছিলেন, ‘আপনাদের কাছে খেলোয়াড় আছেই অল্প কয়েকজন। এমন না যে মুস্তাফিজ না খেললেও প্রচুর আন্তর্জাতিক মানের পেসার আছে। আছেই ৪-৫ জন সব মিলিয়ে। সুতরাং ও (মুস্তাফিজ) সহ যারা আছে খেলাতে হবে। এদের ছাড়াতো জেতা সম্ভব না। এই কজন আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু এখন এদের খেলাতে হলে, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিতে হলে প্রস্তুতি, ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই ক্যালকুলেটিভ হতে হবে।’