একজন সম্মানিত লোককে টেনেহিঁচড়ে নামানো কমিশনের কাজ নয়

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৬:৩৪

কুমিল্লা–৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে চিঠি দেওয়ার পরও নির্বাচনী এলাকায় অবস্থান করা নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, একজন সম্মানিত লোককে টেনেহিঁচড়ে নামানো কমিশনের কাজ নয়।


আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনের বাইরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এ কথা বলেন। এ সময় আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান উপস্থিত ছিলেন।


অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনকে অবিলম্বে নির্বাচনী এলাকা ত্যাগ করার চিঠি দেয় কমিশন। তাঁর অনুসারী আরফানুল হক ওরফে রিফাত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি আরফানুল হকের পক্ষে নির্বাচনী এলাকায় কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us