লর্ডস টেস্টের তৃতীয় দিনই জমে উঠেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লড়াই। তবে গতকাল শনিবার তৃতীয় দিন শেষে জয়ের আশা দেখিয়েছে ইংল্যান্ড। দলটির সাবেক অধিনায়ক জো রুটের ব্যাটে জয়ের আশা দেখছে ইংলিশরা।
তবে আজ রোববার টেস্টের চতুর্থ দিন যে কিছুই হতে পারে লর্ডসে। কারণ জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর মাত্র ৬১ রান। অন্যদিকে নিউজিল্যান্ডকে জিততে হলে তুলে নিতে হবে ইংল্যান্ডের বাকি পাঁচ উইকেট। এখন চতুর্থ দিনে কারা সফল হয় সেটাই দেখার অপেক্ষা।
গতকাল তৃতীয় দিন জয়ের জন্য ২৭৭ রান তাড়া করতে নেমে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৬ রান। উইকেটে থেকে ইংলিশদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন জো রুটি। ১৩১ বল খেলা রুট ৭৭ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে অপরাজিত আছেন ৪৮ বলে ৯ রান করা বেন ফোকস।
টেস্টের তৃতীয় দিনও উইকেটে বোলারদের পক্ষেই ছিল। ব্যাটিং দিয়ে শুরু করা নিউজিল্যান্ড মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানে অলআউট হয়ে যায়। ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলের ১৯৫ রানের জুটি ভাঙার পরপরই ব্যাটিং ধস হয় কিউইদের। তাতে জয়ের জন্য লর্ডসে ২৭৭ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।