দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রতিশ্রুতি

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৫:৩০

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, অসমাপ্ত কাজ শেষ করা ও আধুনিক কুমিল্লা গড়ার বার্তা দিয়ে প্রচার শুরু করেছেন তিন মেয়র প্রার্থী। তাঁদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে নেমে পড়েছেন। ছুটছেন প্রার্থীদের বাড়ি। গতকাল জুমার দিন হওয়ায় প্রার্থীরা ছুটে যান মসজিদে, কথা বলেন মুসল্লিদের সঙ্গে। প্রার্থীরা নির্বাচনে জয়ী হতে ভোটারদের মন জয়ের চেষ্টার কমতি রাখছেন না।


গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত নগরীর ২২ নম্বর ওয়ার্ড জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। পরে বেলা সাড়ে ৩টায় একই স্থানে পথসভা করেন। তা ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার এলাকা, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথসভা করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের খোঁজখবর নেন নৌকার প্রার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us