কার্তিকের উৎসাহ মনে ধরেছে বাবরের

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৫:২০

ক্রিকেটের তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার স্বপ্ন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এক নম্বর খেলোয়াড়। তবে শুধু দুই ফরম্যাটেই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে উঠার লক্ষ্য তার। তিনি জানান, 'ক্রিকেটের সব ফরম্যাটে এক নম্বর হওয়া আমার স্বপ্ন। এজন্য নিজেকে প্রস্তুত করছি। স্বপ্ন পূরণের ব্যাপারে আশাবাদী। '


৮৯১ রেটিং নিয়ে ওয়ানডেতে ও ৮১৮ রেটিং নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষে বাবর। তবে টেস্টে ৮১৫ রেটিং নিয়ে আছেন পঞ্চমস্থানে। এই সংস্করণে ৮৯২ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মানার্স লাবুশেন।  টেস্টের শীর্ষে উঠলেই প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই এক নম্বর হওয়ার ইতিহাস গড়বেন বাবর। সম্প্রতি ভারতের উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক এক সাক্ষাৎকারে বলেছেন, 'প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই বিশ্বসেরা ব্যাটার হবেন বাবর'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us