পদ্মা সেতুর উদ্বোধন : উৎসব হোক সবার

ঢাকা পোষ্ট মনজুরুল আহসান বুলবুল প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১৮:১৭

কবি গুরুর কাছ থেকে ধার নিয়ে বলি : ‘অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে 
আলোর নৌকা ভাসিয়ে দিলো আকাশ পানে চেয়ে।’ 


পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে হলো না বলে যারা কিছুটা হতাশ তাদের বলি, নাম যাই হোক, পদ্মা সেতুর নাম নেওয়ার সাথে সাথে, এরসাথে অবধারিতভাবেই উচ্চারিত হবে শেখ হাসিনার নাম। যেমনটি বাংলাদেশের নামটির সাথে উচ্চারিত হয় শেখ মুজিবের নাম।


বার বার বলেছি, আবারও বলি, পদ্মা সেতু ইট, ইস্পাত, লোহা আর কংক্রিটের একটি অবকাঠামো মাত্র নয়। এটি একটি সেতু মাত্র নয়। এটি বাংলাদেশের মর্যাদার একটি প্রতীক। 


একটি সংসারের অভিভাবকের দায়িত্ব হচ্ছে সেই পরিবারের সদস্যদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।  একজন অভিভাবক তার পরিবারের সদস্যদের জন্য এই সব বিষয় নিশ্চিত করলেন, কিন্তু পরিবারের মর্যাদা রক্ষা করতে পারলেন না, তাকে আর যাই হোক সফল অভিভাবক বলা যাবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us