সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্পগুলো দীর্ঘদিন ধরেই দূষণের দোষে ভুগছে। দূষণ বন্ধ করতে না পারায় ইউরোপ-আমেরিকার বিশ্বখ্যাত ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সরাসরি বাংলাদেশি চামড়া কিনছে না। সেই আক্ষেপই আবার করলেন দেশের চামড়া খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর। বললেন, ‘আমরা নিজস্ব কারখানার চামড়া রপ্তানি করতে পারছি না।’
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘করোনা ও যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ভেঙে যাচ্ছে। এ রকম সময়ে চামড়াপণ্যের বাজারে আমাদের হিস্যা বাড়ানোর সুযোগ ছিল। নিজস্ব কাঁচামাল থাকার পরও শুধু উন্নত কর্মপরিবেশের (কমপ্লায়েন্স) অভাবে সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না।’
‘ট্যানারিশিল্পে করোনার প্রভাব মূল্যায়ন’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন সৈয়দ নাসিম মঞ্জুর। গতকাল মঙ্গলবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।