বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ইউনিফর্ম ডলার রেট কিভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে তা নিয়ে আলোচনা করেছেন সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর ভাইস-চেয়ারম্যান মাসরুর আরেফিন।
মঙ্গলবার ইন্টারব্যাংক ইকুইভ্যালেন্ট রেটে ৮৯ টাকায় ডলার সরবরাহ করে আমদানি অর্থপ্রদানে আমাদেরকে সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা সেই সহায়তা নিয়ে ০.১ মিলিয়ন ডলারের কম পরিমাণের আমদানি বিল নিষ্পত্তি করেছি।
এছাড়া, ক্রেডিট পেমেন্টের খাদ্য এবং শক্তি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫ মিলিয়ন ডলার পেয়েছি আমি।
অন্যদিকে বড় আমদানি বিলের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংক প্রতি ডলার ৯২-৯৪ টাকা করে হিসাব করে। কিন্তু, ডলারের মান নির্ধারিত ৮৯.১৫ টাকা ধরেই ঝুঁকি ব্যবস্থাপনার প্রিমিয়াম যোগ করছে তারা।
আমরা ইতোমধ্যেই ডলারের দিক দিয়ে 'শর্ট' অবস্থানে আছি। এই 'শর্ট' বা নেতিবাচক অবস্থান থেকেই আমরা বিল নিষ্পত্তি করেছি, যা বেশ ঝুঁকিপূর্ণ। তাই আমরা এর সাথে কিছু প্রিমিয়াম যোগ করেছি।