আর মাত্র ২৪ দিন। পদ্মা সেতু চালুর জন্য মুখিয়ে আছে ওপারের ২১ জেলা। সেতু চালুর পরপরই বদলে যেতে থাকবে অর্থনীতি। বিশেষ করে কৃষিতে নিঃসন্দেহে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সেতুর কারণে বাড়বে কৃষিপণ্যের উৎপাদন। দ্রুত স্থানবদল হবে সেসব পণ্য।
খোঁজ নিয়ে জানা গেলো, সেতু চালু হলে ফেরিঘাটে যারা হকারি করে জীবন চালাতেন, সেই নিম্ন আয়ের মানুষগুলোও নতুন বাজারের হাতছানিতে মনোযোগী হবে কৃষিতে।
এতে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরে দেখা দেবে সবুজ বিপ্লব।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর জেলার মানুষের মধ্যে এখন পরিবর্তনের উন্মাদনা। ‘সব হারানো’ অনেকে আবার গ্রামে ফিরে নতুন করে শুরু করতে চান জীবন। তারা থাকবেন পরিবারের সঙ্গে। শৈশবের চেনা মুখ, চেনা গাছপালা আর স্বজনদের সঙ্গে গল্প-আড্ডায় পার করতে পারবেন বাকি জীবন।
কর্মসংস্থান হিসেবে ছোট ব্যবসা বা কৃষিতেই মন দেওয়ার কথা ভাবছেন তারা। পদ্মা সেতুর কারণে ইতোমধ্যে সেখানকার জমির দাম বেড়েছে কয়েকগুণ। যে কারণে কিছু জমি বিক্রি করেও অনেকে জোগাতে পারবেন পুঁজি।