বিরোধী দলের দুর্বলতার দায় কার?

বাংলা ট্রিবিউন প্রণব কুমার পাণ্ডে প্রকাশিত: ২৭ মে ২০২২, ১৯:৪৮

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ পেলেও পাকিস্তানের এখন পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেনি। স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীর দুর্দান্ত প্রতাপে পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার হোঁচট খেয়েছে। আর এই কারণেই স্বাধীনতার পরে দেশটির ১০ বছর লেগেছিল একটি সংবিধান প্রণয়ন করতে।


পশ্চিম পাকিস্তানের সামরিক সরকারের নিষ্পেষণে নিষ্পেষিত পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু তরুণ বয়স থেকেই চিন্তা করতে থাকেন। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে তাঁরই নেতৃত্বে ১৯৭১ সালের ১৬  ডিসেম্বর বাংলাদেশ কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে পৃথিবীর বুকে জায়গা করে নেয়। পরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার ওপর দাঁড় করাতে যা যা প্রয়োজন তা সব পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছিলেন। একই সাথে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু পাকিস্তানপন্থী হায়েনার দল মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us