পাঁচ বছরেও বাস্তাবায়ন হয়নি সুন্দরবনের অগ্নিকাণ্ড প্রতিরোধে গৃহীত চার প্রস্তাব। বাগেরহাটের শরণখোলা উপজেলার আওতাধীন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনে ২০১৬ সালের ২৭ মার্চ থেকে ২০১৭ সালে ২৬ মে পর্যন্ত ৫বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর পরই অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুচ আলী। এ সময় স্থানীয়দের সাথে মতবিনিময়কালে সুন্দরবনকে রক্ষা করতে ভোলা নদী খনন, লোকালয়ের পাশ থেকে কাঁটাতারের বেস্টনি, ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।