নতুন করে করোনার প্রাদুর্ভাবের পর নাগরিকদের ভারতসহ ১৬টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি আরব। গত কয়েক দিনে দেশটিতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া ১৬ টি দেশের মধ্যে রয়েছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনিজুয়েলা।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-আরাবিয়া জানিয়েছে, দেশটিতে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও মাঙ্কিপক্সের কোনও কেস শনাক্ত হয়নি। প্রতিষেধক স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, রাষ্ট্রের স্বাস্থ্য খাত মাঙ্কিপক্স-এর সংক্রমণের পরীক্ষা ও এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।